সুকন্যা সমৃদ্ধি যোজনা ভারত সরকার দ্বারা প্রস্তাবিত এক প্রকল্প। কন্যা সন্তানের ভবিষ্যত শিক্ষা এবং বিবাহের খরচের জন্য একটি পুঁজি নির্মাণ করাই এই প্রকল্পের উদ্দেশ্য। সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু হয় ২২ জানুয়ারি ২০১৫ ।

২০১৫ সালের ২২ জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের প্রচার-অভিযানের অংশ হিসাবে এই প্রকল্পের সূত্রপাত করেন। এই প্রকল্পে বর্তমান ৮.৪% সুদের হার (২০১৯ সালের জুলাই-সেপ্টেম্বর) এবং লাভের সুবিধা আছে। যেকোনো ভারতীয় ডাকঘর বা অনুমোদিত ব্যাঙ্কের শাখায় এই অ্যাকাউন্ট খোলা যায়।
২০১৬ সালের সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট এর নিয়মসমূহ ১২.১২.২০১৯-তে বাতিল করে নতুন “সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট প্রকল্প, ২০১৯” আরম্ভ করা হয়েছে। যেকোনো ভারতীয় ডাকঘর বা অনুমোদিত ব্যাঙ্কের শাখায় এই অ্যাকাউন্ট খোলা যায়।শুরুতে সুদের হার ৯.১% ছিল কিন্তু পরে ২০১৫-১৬ অর্থনৈতিক বর্ষের জন্য ২০১৫ সালের মার্চে ৯.২% করা হয়েছিল।পরে ২০১৬-১৭ অর্থনৈতিক বর্ষের জন্য এই হার ৮.৬% ধার্য করা হয়।
কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকে ১০ বছর বয়স হওয়া পর্যন্ত মা-বাবা এই অ্যাকাউন্ট খুলতে পারেন। একটি সন্তানের জন্য একটি অ্যাকাউন্ট খোলা যায়। সর্বোচ্চ দুটি সন্তানের প্রতিটির জন্য একটিকরে মোট দুটি অ্যাকাউন্ট খোলা যায় (যমজ বা একসাথে জন্মানো তিন সন্তান ব্যতিক্রম)। ভারতের যেকোনো স্থানে এই অ্যাকাউন্ট স্থানান্তর করা যায়।শুরুতে নূন্যতম ২৫০ টাকা অ্যাকাউন্টে জমা দিতে হয়। এরপর ১০০ টাকার গুনিতকে যেকোনো পরিমাণ অর্থ জমা করা যায়। তবে এক বছরে সর্বোচ্চ ₹১,৫০,০০০ টাকাই জমা করা যাবে । আবার একবছরে নূন্যতম ২৫০ টাকা জমা না করলে ৫০ টাকা জরিমানা হিসাবে কাটা হয়।

মেয়ের ১০ বছর হওয়ার পরে সে এই অ্যাকাউন্ট দেখাশুনা করতে পারে। ১৮ বছর হলে উচ্চ শিক্ষার জন্য অ্যাকাউন্টের ৫০% নেওয়া যায়। অ্যাকাউন্ট খোলা থেকে ২১ বছর হলে অ্যাকাউন্ট পূরণ হয়। অ্যাকাউন্ট খোলার থেকে ১৫ বছর পর্যন্ত এখানে ধনরাশি জমা করা যায়। এরপর অ্যাকাউন্টে কেবল সুদের পরিমাণ জমা হয়। নির্দিষ্ট সময়ের পরে অ্যাকাউন্ট বন্ধ না করলে সুদ লাভ হয় না।
মেয়ের ১৮ বছর হলে এবং বিয়ে হলে অ্যাকাউন্ট বন্ধ করা যায়।ঘোষণা করার দুমাসের মধ্যে ২০১৫ সালের মার্চের মাঝামাঝি পর্যন্ত এই প্রকল্পের অধীনে প্রায় ১,৮০,০০০ অ্যাকাউন্ট খোলা হয়। কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে সর্বোচ্চ অ্যাকাউন্ট খোলা হয়। ২০২১ সালের অক্টোবর পর্যন্ত দেশজুড়ে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের সংখ্যা ৯৮,১৯,৬৬৮।
সুকন্যা সমৃদ্ধি যোজনার শর্তাবলী :–
- বাস্তবের বাঘিনী অসমের মহিলা ফরেস্ট অফিসার কে এম অভর্ণা
- নতুন মুদ্রা বাজারে আনছে ফেসবুক ‘Libra’
- মিড ডে মিল প্রকল্পে লোক নিয়োগ
- বুলেট ট্রেনে পৃথিবী থেকে চাঁদে পাড়ি!
- Huge recruitment at Kolkata Airport
- ডাক ঘর মানে ভারতের কোনো পোস্ট অফিস যা ব্যাংক হিসেবে কাজ করে এবং এই নিয়মের অধীনে একটি SSY অ্যাকাউন্ট খোলার জন্য অনুমোদিত
- ব্যাংক মানে এই নিয়মের অধীনে একটি SSY অ্যাকাউন্ট খোলার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা অনুমোদিত যে কোনও ব্যাঙ্ক।
- আমানতকারী একজন ব্যক্তি যিনি, কন্যা সন্তানের পক্ষে, নিয়মের অধীনে একটি অ্যাকাউন্টে অর্থ জমা করেন।
- অভিভাবক একজন ব্যক্তি যিনি হয় কন্যা সন্তানের পিতামাতা বা আইনের অধীনে একজন ব্যক্তি যিনি ১৮ বছর না হওয়া পর্যন্ত কন্যা সন্তানের সম্পত্তির আইনি অবিভাবক।
আ্যকাউন্ট খোলার জন্য প্রয়জনীয় নথিপত্র
- কন্যা শিশুর জন্ম প্রমাণপত্র।
- অভিভাবকের ঠিকানা এবং ছবিসহ প্রমাণ পরিচয়পত্র (প্যান্ কার্ড, ভোটার আই.ডি, আধার কার্ড)।
- যদি কন্যা সন্তানের জন্ম প্রমাণ পত্র না থাকে তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট যেখানে কন্যা সন্তানের জন্ম তারিখ উল্লেখ করা থাকবে।
আকাউন্ট স্থানান্তর নিয়ম : –
- ভারতের মধ্যে যেকোনো স্থানে বা ডাকঘর থেকে ব্যাঙ্কে এবং ব্যাঙ্ক থেকে ডাকঘরে এই অ্যাকাউন্ট স্থানান্তর করা যায়।
- নির্দিষ্ট ব্যাঙ্ক বা ডাকঘরের CBS সুবিধা থাকলে অ্যাকাউন্ট স্থানান্তর বৈদ্যুতিকভাবে করা যায়
অ্যাকাউন্ট সম্পূর্ণ বন্ধের নিয়ম :-
- অ্যাকাউন্ট খোলার সময় থেকে ২১ বছর হলে এটি পূর্ণ হয় এবং ধনরাশি তোলা যায়। কোনো ক্ষেত্রে আগেই অ্যাকাউন্ট বন্ধ অনুমোদন করা হয়। এর জন্য নির্দিষ্ট মহিলা নিজের ১৮ বছর হচ্ছে বলে প্রমাণপত্র দেখিয়েই বিবাহর জন্য অ্যাকাউন্ট বন্ধের আবেদন করতে পারে। বিবাহের সময় একমাসের আগে বা তিনমাসের পরে অ্যাকাউন্ট বন্ধের অনুমতি দেওয়া হয় না।
- পূর্ণ হলে অ্যাকাউন্টে জমা টাকা সুদের সাথে অ্যাকাউন্টের জনকে প্রদান করা হয়। এর জন্য নিজের পরিচয়, বাসস্থান এবং নাগরিকত্বর প্রমাণ জমা করতে হয়।
- খোলার ২১ বছর হওয়ার পরে জমা টাকাতে কোনো সুদ দেওয়া হয় না।

One thought on “সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুরক্ষিত কন্যার ভবিষ্যত”