২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে আজ । ফলাফল জানার জন্য নিম্নলিখিত ওয়েবসাইটগুলিতে ক্লিক করো।

বিদ্যালয় জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক (wb madhyamik 2022) প্রত্যেক ছাত্রছাত্রীই মাধ্যমিক পরীক্ষাই কিছুটা চিন্তিত থাকে। আর ফল প্রকাশের দিন তো সেই চিন্তায় অনেকগুণ বেড়ে যায় ভালো কিংবা মাঝারি সব ছাত্রছাত্রীদের মধ্যে। অবশেষে মাধ্যমিকের ফলাফল জানার অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ( wb madhyamik result 22) প্রকাশিত হতে চলেছে আজ ৩ জুন । সকাল ন’টায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করা হবে। একইসঙ্গে জানানো হবে প্রথম ১০ জনের মেধা তালিকা। সকাল ১০ টা থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানা যাবে । এদিনই ছাত্রছাত্রীদের হাতে তাদের মার্কশিট (marksheet) তুলে দেওয়া হবে। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৭ মার্চ এবং শেষ হয় ১৬ মার্চ। পরীক্ষা শেষ হবার ৭৮ দিনের মাথায় এবার ফলাফল প্রকাশিত হচ্ছে ।
কোন কোন ওয়েবসাইটে ফল দেখা যাবে :
ফলাফল জানা যাবে নিম্নলিখিত ওয়েবসাইটগুলোতে। ওয়েবসাইটে গিয়ে নিজের রোল নম্বর ও জন্মতারিখ টাইপ করতে হবে । তাহলেই ফলাফল জানা যাবে।
- www.wbbse.wb.gov.in
- http://wbresults.nic.in
- www.exametc.com
- www.indiaresults.com
- www.schools9.com
- www.fastresult.in
- https://www.results.shiksha/west-bengal/wbbse
- http://wbresults.nic.in
ফলাফল জানা যাবে এসএমএসের মাধ্যমেও :
এছাড়াও ফলাফল জানা যাবে এসএমএসের মাধ্যমে । এসএমএস এর মাধ্যমে মাধ্যমিকের ফল জানার জন্য WB10 লিখে স্পেস দিয়ের রোল নম্বর টাইপ পাঠিয়ে দিতে হবে 5676750 নম্বরে।
করোনার কারণে ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা হয়নি। নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর অন্ত: মূল্যায়নের ভিত্তিতে ফলাফল নির্ধারিত হয়েছিল । ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা রেকর্ড হারে বৃদ্ধি পায়। এ বছর পরীক্ষায় বসেছিল মোট ১১ লক্ষ ২৬ হাজার ৫৬৩ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন এবং ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন।
