বড়সড় রদবদলের ইঙ্গিত ভারতীয় শিক্ষা ক্ষেত্রে,তৈরি হবে পিএম শ্রী স্কুল

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ন্যাশনাল এডুকেশন মিনিস্টার কনফারেন্সে জানিয়েছেন দেশজুড়ে তৈরি হবে পিএম শ্রী স্কুল।

ভারতের শিক্ষা ক্ষেত্রে কি বড়োসড়ো পরিবর্তন ঘটেছে করতে চলেছে খুব শীঘ্রই নাহলে এমন একটি সম্ভাবনার কথা উস্কে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তিনি বললেন কেন্দ্রীয় সরকার নতুন জাতীয় শিক্ষানীতির রূপায়ণে পি এম শ্রী স্কুল (PM Sri School ) তৈরি করবে ,যা শিক্ষা ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করবে।

ন্যাশনাল এডুকেশন মিনিস্টার কনফারেন্স (national education ministers conference) এর আয়োজন হয়েছিল এবার গুজরাটে। দুদিন ধরে চলা এই কনফারেন্সে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানসহ যোগ দিয়েছিলেন বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীরা। তবে নতুন জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তামিলনাড়ু সরকার এই সম্মেলনে যোগদান করেনি।

এই সম্মেলনে ধর্মেন্দ্র প্রধান বলেন , শিশুদের শিক্ষার ভিত তৈরি করে বিদ্যালয় । ভবিষ্যতে জ্ঞান নির্ভর অর্থনীতিই হয়ে উঠবে প্রধান ভবিতব্য। তাই শিশুদের শিক্ষার ভিত তৈরি করতে সাহায্য করবে এই পি এম শ্রী স্কুল গুলি।

শিক্ষা মন্ত্রী আরো বলেন এই ধরনের স্কুলগুলি জাতীয় শিক্ষানীতি ২০২০ এর গবেষণাগার হিসেবে কাজ করবে। একুশ শতকে দাঁড়িয়ে ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে গেলে জ্ঞানের পাশাপাশি দক্ষতার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই দক্ষতা শিশুদের কাছে পৌছে দিতে সাহায্য করবে পি এম শ্রী স্কুল । এই স্কুলগুলিকে মডেল স্কুল হিসেবে তুলে ধরতে তিনি বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির থেকে পরামর্শও চান তিনি।

নতুন শিক্ষানীতি ২০২০ (new education policy 2020) প্রি স্কুল থেকে মাধ্যমিক স্তরের ক্ষেত্রে যে ৫+৩+৩+৪ ব্যবস্থা অনুসরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে , সেখানে একদম কম বয়স থেকে শিক্ষা , শিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রাপ্তবয়স্ক শিক্ষা প্রত্যেকটি দিকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে । একইসঙ্গে মাতৃভাষাকে শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান শিক্ষা মন্ত্রী।

২০৪৭ সালে ভারত স্বাধীনতার শত বর্ষে পদার্পণ করবে । সেদিকে লক্ষ্য রেখে শিক্ষা মন্ত্রী বলেন, আগামী ২৫ বছর আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ । এই সময়ের মধ্যেই ভারতকে দক্ষতাভিত্তিক অর্থনীতিতে বলিয়ান হতে হবে। আর সেই লক্ষ্যে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এখানে আপনার মন্তব্য রেখে যান