আজ কলকাতায় জিরো শ্যাডো ডে। আপনি জেনে নিন আপনার এলাকার জিরো শ্যাডো ডে কোনটি ?

এই মহাজাগতিক বিশ্বে অনেক কিছুই ঘটে । তার যেমন বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আবার কোনো কোনোটি রহস্য হিসেবেই থেকে যায়। তেমনি আজকের একটি ঘটনা । কেমন হবে বলুন দেখি আপনি থাকলেন কিন্তু থাকল না আপনার ছায়া ? অনেকটা সেই ছোটবেলায় পড়া ভূতুড়ে গল্প গুলোর মতন। হ্যাঁ এটাই হবে আজ। কারণ আজ ছায়াহীন দিবস বা নো শ্যাডো ডে।
কি এই জিরো শ্যাডো ডে
বছরে মাত্র দুটি দিন হয় নো শ্যাডো ডে। উত্তর গোলার্ধের ২৩.৫ ডিগ্রি কর্কটক্রান্তি রেখা এবং দক্ষিণ গোলার্ধের ২৩.৫ ডিগ্রি মকর ক্রান্তি রেখার মধ্যে অবস্থিত স্থানগুলিতে বছরের যে দুটি নির্দিষ্ট দিনে সূর্য সম্পূর্ণভাবে আড়াআড়ি অবস্থান করে সেই দুটি স্থানে কোন ব্যক্তি বা বস্তুর ছায়া পড়ে না। এই বিশেষ অঞ্চলটি ছাড়া আর কোথাও এমন ঘটনা ঘটে না । বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে এই ঘটনাটি ঘটে থাকে ।তেমনি আজ ঘটছে আমাদের রাজ্যের রাজধানী কলকাতায় সকাল ১১.৩৫ এ।
সূর্যের উত্তরায়ন ও দক্ষিনায়ন এর ফলে বছরের দুটি দিন ছায়াহীন দিবস এই দিনে সূর্য কোন ব্যক্তি বা বস্তুর মাথার উপরে সম্পূর্ণ আড়াআড়িভাবে অবস্থান করে বিজ্ঞানের পরিভাষায় এই অবস্থানকে বলা হয় ল্যাটিচ্যুড ডিক্লাইনেশন। আজ রবিবার সকাল ১১.৩৫ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য কোন ছায়া থাকবে না কলকাতায়।
যেহেতু পৃথিবী তার কক্ষ তলের সঙ্গে ২৩.৫ ডিগ্রি কোণে হেলে রয়েছে সেহেতু বছরে মাত্র দুটি দিনে সূর্য সম্পূর্ণভাবে আমাদের মাথার উপরে আসে। অন্যান্য দিন গুলিতে সূর্য সামান্য হলেও ডানদিকে না বাঁদিকে হেলে থাকে। এই একই ঘটনা আবার ঘটবে ৭ জুলাই।
কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষদের মাথার উপরে বছরের মাত্র দুটি দিন সূর্য আড়াআড়িভাবে অবস্থান করে । একটি উত্তরায়ন এর সময় অন্যটি দক্ষিণায়নের সময়। এই দুটি দিন সূর্য দুপুরের দিকে একটি নির্দিষ্ট সময় কয়েক সেকেন্ডের জন্য মাথার সম্পূর্ণ উপরে সমকোনে অবস্থান করায় কোন ছায়া পড়েনা।

