বিশ্রামের পথে কোরিয়ান ব্যান্ড বিটিএস (BTS)

দীর্ঘ ৯ বছর একসঙ্গে সাতজন কাজ করার পর এবার প্রত্যেকেই হাঁটতে চলেছেন একক সঙ্গীতের দিকে।

২০১০ সালে তৈরি হওয়ার পর দক্ষিণ কোরীয় পপ ব্যান্ড বিটিএস ( “ব্যাংটন বয়েজ” বা “বুলেটপ্রুফ বয় স্কাউটস” ) আন্তর্জাতিক সংগীত জগতে বিশেষ ছাপ ফেলেছে ।

এমটিভি , বিলবোর্ড … সর্বত্রই তাদের দাপট । ন’বছর ধরে একত্রে কাজ করছেন এই ব্যান্ডের সাত সদস্য । তারা হলেন – জিন (কণ্ঠশিল্পী) , সুগা (র‌্যাপার) , জে-হোপ (র‌্যাপার) ,আরএম (র‌্যাপার) , জিমিন (কণ্ঠশিল্পী) , ভি (কণ্ঠশিল্পী) ,
জংকুক – (কণ্ঠশিল্পী)

তবে এই বার তাঁরা বিরতি নিতে চলেছেন । নিজেদের ফেস্টা ডিনারে সেই কথাই ঘোষণা করলেন বিটিএস – এর সদস্যরা ।

২০১৩ সালে BTS তাদের প্রথম একক অ্যালবাম – টু কুল ফোর স্কুল ( 2 Cool 4 Skool ) এর মাধ্যমে পপ সঙ্গীত জগতে আত্মপ্রকাশ করে। তার পরের বছরই অর্থাৎ ২০১৪ সালে  BTS তাদের প্রথম কোরিয়ান-ভাষার স্টুডিও অ্যালবাম – ডার্ক অ্যান্ড ওয়াইল্ড (Dark and Wild) এবং জাপানি-ভাষার স্টুডিও অ্যালবাম – ওয়েক আপ (Wake Up)  প্রকাশ করে।

২০১৬ সালে প্রকাশিত হওয়ার পর BTS গ্রুপের দ্বিতীয় কোরিয়ান স্টুডিও অ্যালবাম – উইংস (Wings) দক্ষিণ কোরিয়ায় এক মিলিয়ন কপি বিক্রি হয়েছিল।

২০১৭ সালের মধ্যে, BTS বিশ্বব্যাপী সঙ্গীত বাজারে প্রবেশ করার মাধ্যমে কোরিয়ান সঙ্গীতকে আমেরিকায় নিয়ে যায় এবং সঙ্গীত অ্যালবাম বিক্রির অসংখ্য রেকর্ড ভেঙে দেয়। BTS ই প্রথম কোরিয়ান গোষ্ঠী  যারা তাদের একক ” মাইক ড্রপ ” এর জন্য রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ আমেরিকা (Recording Industry Association of America ) থেকে শংসাপত্র আদায় করে নেয় ।

এর পাশাপাশি  BTS প্রথম কোরিয়ান অ্যাক্ট হিসেবে স্টুডিও অ্যালবাম লাভ ইয়োরসেলফ: টিয়ার (Love Yourself : Tear) এর মাধ্যমে মার্কিন বিলবোর্ড ২০০ এর  শীর্ষস্থান দখল করে। বিটলসের পর থেকে BTS ই এমন একটি অন্যতম ব্যান্ড হয়ে উঠেছে যেখানে দুই বছরেরও কম সময়ে তাঁদের চারটি মার্কিন অ্যালবাম রয়েছে।

BTS গ্রুপের অসংখ্য পুরস্কারের মধ্যে রয়েছে নয়টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড (American Music Award ), বারোটি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড (Billboard Music Award), চব্বিশটি গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড (Golden disc award) । এছাড়াও রয়েছে দুটি গ্র্যামি অ্যাওয়ার্ড (Grammy award) এবং দুটি ব্রিট অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন ।

সঙ্গীতের বাইরে, তারা অ্যান্টি-ভায়োলেন্স ক্যাম্পেইন –  লাভ মাইসেলফ (Love Myself ) এর জন্য ইউনিসেফের (UNICEF) এর সঙ্গে কাজ করেছে, রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের তিনটি অধিবেশনে তাদের বক্তব্য পেশ করেছে। বিশ্বে কোরিয়ান সংস্কৃতি ও ভাষার প্রসারে উল্লেখযোগ্য অবদানের কারণে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কাছ থেকে সর্বকনিষ্ঠ হিসেবে অর্ডার অফ কালচারাল মেরিট (Order of Cultural Merit )লাভ করেছেন।

সারা বিশ্বে তাদের অসংখ্য ভক্ত । বিরতি প্রসঙ্গে তাদের আশ্বস্ত করে BTS সদস্যরা বলেছেন , এই বিরতি সাময়িক , তাঁরা ফের ফিরে আসবেন। তারা আরো জানিয়েছেন , দল তারা ভাঙছেন না। আপাতত দলের প্রত্যেকেই সোলো পারফরম্যান্সকে গুরুত্ব দিতে চাইছেন । যে যাঁর মতো একক সঙ্গীতের পথে হাঁটবেন । তবে এই সাময়িক বিরতি কবে শেষ হয় এবং বিটিএস কবে আবার স্বমহিমায় ফিরে আসে তার অপেক্ষায় থাকবেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য BTS প্রেমিক।

এখানে আপনার মন্তব্য রেখে যান