দীর্ঘ ৯ বছর একসঙ্গে সাতজন কাজ করার পর এবার প্রত্যেকেই হাঁটতে চলেছেন একক সঙ্গীতের দিকে।

২০১০ সালে তৈরি হওয়ার পর দক্ষিণ কোরীয় পপ ব্যান্ড বিটিএস ( “ব্যাংটন বয়েজ” বা “বুলেটপ্রুফ বয় স্কাউটস” ) আন্তর্জাতিক সংগীত জগতে বিশেষ ছাপ ফেলেছে ।
এমটিভি , বিলবোর্ড … সর্বত্রই তাদের দাপট । ন’বছর ধরে একত্রে কাজ করছেন এই ব্যান্ডের সাত সদস্য । তারা হলেন – জিন (কণ্ঠশিল্পী) , সুগা (র্যাপার) , জে-হোপ (র্যাপার) ,আরএম (র্যাপার) , জিমিন (কণ্ঠশিল্পী) , ভি (কণ্ঠশিল্পী) ,
জংকুক – (কণ্ঠশিল্পী)
তবে এই বার তাঁরা বিরতি নিতে চলেছেন । নিজেদের ফেস্টা ডিনারে সেই কথাই ঘোষণা করলেন বিটিএস – এর সদস্যরা ।
২০১৩ সালে BTS তাদের প্রথম একক অ্যালবাম – টু কুল ফোর স্কুল ( 2 Cool 4 Skool ) এর মাধ্যমে পপ সঙ্গীত জগতে আত্মপ্রকাশ করে। তার পরের বছরই অর্থাৎ ২০১৪ সালে BTS তাদের প্রথম কোরিয়ান-ভাষার স্টুডিও অ্যালবাম – ডার্ক অ্যান্ড ওয়াইল্ড (Dark and Wild) এবং জাপানি-ভাষার স্টুডিও অ্যালবাম – ওয়েক আপ (Wake Up) প্রকাশ করে।
২০১৬ সালে প্রকাশিত হওয়ার পর BTS গ্রুপের দ্বিতীয় কোরিয়ান স্টুডিও অ্যালবাম – উইংস (Wings) দক্ষিণ কোরিয়ায় এক মিলিয়ন কপি বিক্রি হয়েছিল।

২০১৭ সালের মধ্যে, BTS বিশ্বব্যাপী সঙ্গীত বাজারে প্রবেশ করার মাধ্যমে কোরিয়ান সঙ্গীতকে আমেরিকায় নিয়ে যায় এবং সঙ্গীত অ্যালবাম বিক্রির অসংখ্য রেকর্ড ভেঙে দেয়। BTS ই প্রথম কোরিয়ান গোষ্ঠী যারা তাদের একক ” মাইক ড্রপ ” এর জন্য রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ আমেরিকা (Recording Industry Association of America ) থেকে শংসাপত্র আদায় করে নেয় ।
এর পাশাপাশি BTS প্রথম কোরিয়ান অ্যাক্ট হিসেবে স্টুডিও অ্যালবাম লাভ ইয়োরসেলফ: টিয়ার (Love Yourself : Tear) এর মাধ্যমে মার্কিন বিলবোর্ড ২০০ এর শীর্ষস্থান দখল করে। বিটলসের পর থেকে BTS ই এমন একটি অন্যতম ব্যান্ড হয়ে উঠেছে যেখানে দুই বছরেরও কম সময়ে তাঁদের চারটি মার্কিন অ্যালবাম রয়েছে।
BTS গ্রুপের অসংখ্য পুরস্কারের মধ্যে রয়েছে নয়টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড (American Music Award ), বারোটি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড (Billboard Music Award), চব্বিশটি গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড (Golden disc award) । এছাড়াও রয়েছে দুটি গ্র্যামি অ্যাওয়ার্ড (Grammy award) এবং দুটি ব্রিট অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন ।
সঙ্গীতের বাইরে, তারা অ্যান্টি-ভায়োলেন্স ক্যাম্পেইন – লাভ মাইসেলফ (Love Myself ) এর জন্য ইউনিসেফের (UNICEF) এর সঙ্গে কাজ করেছে, রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের তিনটি অধিবেশনে তাদের বক্তব্য পেশ করেছে। বিশ্বে কোরিয়ান সংস্কৃতি ও ভাষার প্রসারে উল্লেখযোগ্য অবদানের কারণে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কাছ থেকে সর্বকনিষ্ঠ হিসেবে অর্ডার অফ কালচারাল মেরিট (Order of Cultural Merit )লাভ করেছেন।
সারা বিশ্বে তাদের অসংখ্য ভক্ত । বিরতি প্রসঙ্গে তাদের আশ্বস্ত করে BTS সদস্যরা বলেছেন , এই বিরতি সাময়িক , তাঁরা ফের ফিরে আসবেন। তারা আরো জানিয়েছেন , দল তারা ভাঙছেন না। আপাতত দলের প্রত্যেকেই সোলো পারফরম্যান্সকে গুরুত্ব দিতে চাইছেন । যে যাঁর মতো একক সঙ্গীতের পথে হাঁটবেন । তবে এই সাময়িক বিরতি কবে শেষ হয় এবং বিটিএস কবে আবার স্বমহিমায় ফিরে আসে তার অপেক্ষায় থাকবেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য BTS প্রেমিক।
- বাস্তবের বাঘিনী অসমের মহিলা ফরেস্ট অফিসার কে এম অভর্ণাআসাম-মেঘালয় ক্যাডারের এই মহিলা ফরেস্ট অফিসার বন বিভাগের পৌরুষ জমিদারি ভেঙে বারবার মুখোমুখি হয়েছেন তীব্র বিপদের । তাকে নিয়েই তৈরি হয়েছে বলিউডি সিনেমা ‘শেরনি’। স্থান কাজিরাঙা জাতীয় উদ্যান ( Kaziranga National park )এর কোহরা রেঞ্জ । আড়িমোড়া ওয়াচ টাওয়ারের কাছে হঠাৎই জ্বলে উঠলো সার্চলাইটের তীব্র আলো। কারণ সেখানে তখন ওত পেতে রয়েছে তিন তিনটে রয়েলপড়তে থাকুন “বাস্তবের বাঘিনী অসমের মহিলা ফরেস্ট অফিসার কে এম অভর্ণা”
- নতুন মুদ্রা বাজারে আনছে ফেসবুক ‘Libra’ফেসবুকের নতুন মুদ্রা ‘ লিব্রা ’ ( Facebook Libra ) আমাজন (amazon ) গুগল (google) বা হোয়াটসআপ (whatsapp )এর আগেই পা রেখেছিল অনলাইন লেনদেনের বাজারে। এবার ফেসবুকের মতো সামাজিক মাধ্যমও আর্থিক ক্ষেত্রে কাজ শুরু করতে যাচ্ছে । ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে নতুন ডিজিটাল কারেন্সি( Digital currency) বাজারে আনার কথা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটিপড়তে থাকুন “নতুন মুদ্রা বাজারে আনছে ফেসবুক ‘Libra’”
- মিড ডে মিল প্রকল্পে লোক নিয়োগউপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও মনের মতো চাকরি জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে যুবক যুবতী দের । এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার মিড মিল( Mid Day Mill )প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর (Data entry operator )পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তবে এই নিয়োগ হবে জলপাইগুড়ি তে (Jalpaiguri)। এই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতা (Educational qualification) : যেপড়তে থাকুন “মিড ডে মিল প্রকল্পে লোক নিয়োগ”
- বুলেট ট্রেনে পৃথিবী থেকে চাঁদে পাড়ি!এক আশ্চর্য খবর সামনে এনেছে জাপান তারা নাকি পৃথিবী থেকে বুলেট ট্রেন চালাবে সোজা চাঁদ ও মঙ্গলের উদ্দেশ্য। আর এই ঘোষণায় চমকে উঠেছে বিশ্ব। বুলেট ট্রেনে করে চাঁদে ! হ্যাঁ ঠিকই পড়ছেন। এমনি পরিকল্পনা করেছে জাপান। আমেরিকা রাশিয়া কিংবা চীনের মত মহাকাশ গবেষণায় অগ্রণী দেশকে পিছনে ফেলে পৃথিবী থেকে বুলেট ট্রেনে চেঁপে সোজা চাঁদে যাওয়ারপড়তে থাকুন “বুলেট ট্রেনে পৃথিবী থেকে চাঁদে পাড়ি!”
- Huge recruitment at Kolkata AirportNew career jobs offer before you. We encourage you to start your next career opportunity in kolkata Airport KOLKATA AIRPORT JOB Desired Candidate Profile Customer Focus & Relationship building, Process Orientation, Analytical Skills, Execution Skills, Effective Team Building, Innovation, Planning & coordination skills, excellent communication skills. JOB DETAILS Airlines New Jobs Sarkari Job Crack SpiceJetপড়তে থাকুন “Huge recruitment at Kolkata Airport”
- ভিনগ্রহীর সন্ধান পেল বিশ্বের বৃহত্তম স্কাই আই টেলিস্কোপঅন্য গ্রহে প্রানের সন্ধানে অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। এবার ৩০০ কোটি আলোকবর্ষ দূর থেকে ভেসে আসা রেডিও সিগন্যাল ধরা পরল বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ স্কাই আই তে চিনের দক্ষিণ-পশ্চিমের গুইঝো প্রদেশে বসানো রয়েছে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ ৫০০ মিটার ব্যাসের স্কাই আই (Sky Eye)। ২০২০-র মাঝামাঝি থেকে বহির্জগতে প্রাণের সন্ধান করছে স্কাই আই । এবারপড়তে থাকুন “ভিনগ্রহীর সন্ধান পেল বিশ্বের বৃহত্তম স্কাই আই টেলিস্কোপ”
- অগ্নিপথ এ পরিবর্তিত হলো বহু নিয়মঅগ্নিপথ প্রকল্পকে কেন্দ্র করে বিতর্কের আঁচ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে । ইতিমধ্যেই বিক্ষোভের বলি হয়েছে ২ জন। প্রচুর সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে । ইতিমধ্যেই বেশ কিছু নিয়ম পরিবর্তিত হয়েছে এই প্রকল্পে । যে প্রকল্পটিকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে , সেই প্রকল্পে কি রয়েছে দেখা যাক – কেন্দ্রীয় মন্ত্রিসভা গত ১৪ ই জুন ভারতীয়পড়তে থাকুন “অগ্নিপথ এ পরিবর্তিত হলো বহু নিয়ম”
- বিশ্রামের পথে কোরিয়ান ব্যান্ড বিটিএস (BTS)দীর্ঘ ৯ বছর একসঙ্গে সাতজন কাজ করার পর এবার প্রত্যেকেই হাঁটতে চলেছেন একক সঙ্গীতের দিকে। ২০১০ সালে তৈরি হওয়ার পর দক্ষিণ কোরীয় পপ ব্যান্ড বিটিএস ( “ব্যাংটন বয়েজ” বা “বুলেটপ্রুফ বয় স্কাউটস” ) আন্তর্জাতিক সংগীত জগতে বিশেষ ছাপ ফেলেছে । এমটিভি , বিলবোর্ড … সর্বত্রই তাদের দাপট । ন’বছর ধরে একত্রে কাজ করছেন এই ব্যান্ডেরপড়তে থাকুন “বিশ্রামের পথে কোরিয়ান ব্যান্ড বিটিএস (BTS)”
- আমাজনের জঙ্গলে সুপ্রাচীন নগর সভ্যতার খোঁজপ্রকৃতির খেয়ালে গহন গভীর জঙ্গলের আড়ালে ঢাকা পড়ে ছিল সুপ্রাচীন নগর সভ্যতা । নতুন প্রযুক্তির ব্যবহারে তা আজ উন্মুক্ত হয়েছে। আমাজন (River Amazon )নদী উপত্যকার ঘন জঙ্গলের আড়ালে লুকিয়ে ছিল সুপ্রাচীন এক শহর। কিন্তু এত দিন পর্যন্ত তার খোঁজ পায়নি সভ্য দুনিয়া । বলিভিয়ার ল্যানোস ডি মোজোস সাভানা (Llanos de mojos savana) এই শহরগুলির খোঁজ পাওয়াপড়তে থাকুন “আমাজনের জঙ্গলে সুপ্রাচীন নগর সভ্যতার খোঁজ”
- আজ সকাল ১১.৩৫ এ ছায়াহীন কায়া , আজ নো শ্যাডো ডেআজ কলকাতায় জিরো শ্যাডো ডে। আপনি জেনে নিন আপনার এলাকার জিরো শ্যাডো ডে কোনটি ? এই মহাজাগতিক বিশ্বে অনেক কিছুই ঘটে । তার যেমন বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আবার কোনো কোনোটি রহস্য হিসেবেই থেকে যায়। তেমনি আজকের একটি ঘটনা । কেমন হবে বলুন দেখি আপনি থাকলেন কিন্তু থাকল না আপনার ছায়া ? অনেকটা সেই ছোটবেলায় পড়াপড়তে থাকুন “আজ সকাল ১১.৩৫ এ ছায়াহীন কায়া , আজ নো শ্যাডো ডে”
- বড়সড় রদবদলের ইঙ্গিত ভারতীয় শিক্ষা ক্ষেত্রে,তৈরি হবে পিএম শ্রী স্কুলকেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ন্যাশনাল এডুকেশন মিনিস্টার কনফারেন্সে জানিয়েছেন দেশজুড়ে তৈরি হবে পিএম শ্রী স্কুল। ভারতের শিক্ষা ক্ষেত্রে কি বড়োসড়ো পরিবর্তন ঘটেছে করতে চলেছে খুব শীঘ্রই নাহলে এমন একটি সম্ভাবনার কথা উস্কে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তিনি বললেন কেন্দ্রীয় সরকার নতুন জাতীয় শিক্ষানীতির রূপায়ণে পি এম শ্রী স্কুল (PM Sri School )পড়তে থাকুন “বড়সড় রদবদলের ইঙ্গিত ভারতীয় শিক্ষা ক্ষেত্রে,তৈরি হবে পিএম শ্রী স্কুল”
- প্রকাশিত আগামী বছরের মাধ্যমিকের পরীক্ষা সূচী২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা র পাশাপাশি আগামী বছর ২০২৩ সালের মাধ্যমিকের পরীক্ষা সূচী। 2023 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৪ মার্চ। পরীক্ষা সূচি 23 ফেব্রুয়ারি – প্রথম ভাষা 24 ফেব্রুয়ারি – দ্বিতীয় ভাষা 25 ফেব্রুয়ারি – ভূগোল 27 ফেব্রুয়ারি – ইতিহাস 28 ফেব্রুয়ারি – জীবন বিজ্ঞান 2পড়তে থাকুন “প্রকাশিত আগামী বছরের মাধ্যমিকের পরীক্ষা সূচী”
- WB Madhyamik 22 Result:মাধ্যমিকের ফলাফল জানতে ক্লিক করো এই ওয়েবসাইটে২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে আজ । ফলাফল জানার জন্য নিম্নলিখিত ওয়েবসাইটগুলিতে ক্লিক করো। বিদ্যালয় জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক (wb madhyamik 2022) প্রত্যেক ছাত্রছাত্রীই মাধ্যমিক পরীক্ষাই কিছুটা চিন্তিত থাকে। আর ফল প্রকাশের দিন তো সেই চিন্তায় অনেকগুণ বেড়ে যায় ভালো কিংবা মাঝারি সব ছাত্রছাত্রীদের মধ্যে। অবশেষে মাধ্যমিকের ফলাফল জানার অপেক্ষার অবসানপড়তে থাকুন “WB Madhyamik 22 Result:মাধ্যমিকের ফলাফল জানতে ক্লিক করো এই ওয়েবসাইটে”
- ব্ল্যাকহোলের গহবরে অত্যাশ্চর্য ঘটনাএকটি আশ্চর্য ঘটনা ঘটেছে আকাশগঙ্গা ছায়াপথ থেকে মাত্র এক আলোকবর্ষ দূরে একটি গ্যালাক্সিতে থাকা ব্ল্যাক হোলে। একটি ব্ল্যাক হোলকে ব্ল্যাক হোল বলা হয় এর রঙের কারণে, বিশেষ করে যেহেতু এখানে কোনো আলো থাকে না । যদিও আমরা যা দেখতে পাচ্ছি তা হল ব্ল্যাক হোলের প্রভাব। একটি ব্ল্যাক হোলের আশেপাশের এলাকা বিশ্লেষণ করে, আমরা পরিবেশের উপরপড়তে থাকুন “ব্ল্যাকহোলের গহবরে অত্যাশ্চর্য ঘটনা”
- রহস্যময় অতল সুড়ঙ্গের খোঁজ বাঁকুড়ায়, চাঞ্চল্য এলাকায়।ব্রিটিশ আমলে বিপ্লবীদের অথবা ডাকাতদলের আত্মগোপনের স্থান বলে দাবি স্থানীয় মানুষজন এর। নিজস্ব প্রতিবেদন : Bankura tunnel : একটি সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেল বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর পাড়ে অবস্থিত রাজারবাগান এলাকায় কয়েক দিনের বৃষ্টিতে গন্ধেশ্বরী নদী পাহাড় ধসে যাওয়ায় স্থানীয় মানুষই প্রথম সুড়ঙ্গ টি দেখতে পান। এই সুড়ঙ্গকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃষ্টির কারণে বাঁকুড়ারপড়তে থাকুন “রহস্যময় অতল সুড়ঙ্গের খোঁজ বাঁকুড়ায়, চাঞ্চল্য এলাকায়।”
- বৈদ্যুতিক গাড়ির হাত ধরে সম্ভবত খুলতে চলেছে উত্তরপাড়ার হিন্দ মোটর কারখানাফিরবে কি অ্যাম্বাসেডর ২.০ ? লক্ষ্যমাত্রা ২০২৪ সাল । হিন্দমোটর এর সঙ্গে গাঁটছড়া বাঁধছে একটি ফরাসি সংস্থা। নিজস্ব প্রতিবেদন : দ্বিতীয় এবং ভারতের প্রথম বৃহত্তম মোটর গাড়ি নির্মাতা হিন্দুস্তান মোটরস। তাদের হাত ধরেই হয়তো পুনরায় ফিরতে চলেছে অ্যাম্বাসেডর। উত্তরপাড়ার হিন্দ মোটরে অ্যাম্বাসেডর গাড়ি তৈরীর পুরনো কারখানাটি সম্ভবত চালু হতে চলেছে সি কে বিড়লা ( CKপড়তে থাকুন “বৈদ্যুতিক গাড়ির হাত ধরে সম্ভবত খুলতে চলেছে উত্তরপাড়ার হিন্দ মোটর কারখানা”
- ভেঙে পড়তে পারে বিদ্যুৎ পরিষেবা – আশঙ্কা প্রকাশ কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের৫ লক্ষ কোটি টাকা লোকসান বিদ্যুৎ শিল্পে। হাত গুটিয়ে নিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকও। ভর্তুকি দেওয়ার মত টাকা সরকারি কোষাগারে নেই, জানিয়েছে অর্থমন্ত্রক। দেশজুড়ে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি জ্বালানি এ পরিবহন খরচ বৃদ্ধির পাশাপাশি এবার চরম সঙ্কটে দেশের বিদ্যুৎ ব্যবস্থা । একদিকে কয়লার বিপুল ঘাটতি অথবা উৎপাদনের অভাবে দেশের নানা প্রান্তে ইতিমধ্যেই বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত । অন্যদিকে ৫ লক্ষপড়তে থাকুন “ভেঙে পড়তে পারে বিদ্যুৎ পরিষেবা – আশঙ্কা প্রকাশ কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের”
- সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুরক্ষিত কন্যার ভবিষ্যতসুকন্যা সমৃদ্ধি যোজনা ভারত সরকার দ্বারা প্রস্তাবিত এক প্রকল্প। কন্যা সন্তানের ভবিষ্যত শিক্ষা এবং বিবাহের খরচের জন্য একটি পুঁজি নির্মাণ করাই এই প্রকল্পের উদ্দেশ্য। সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু হয় ২২ জানুয়ারি ২০১৫ । ২০১৫ সালের ২২ জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের প্রচার-অভিযানের অংশ হিসাবে এই প্রকল্পের সূত্রপাত করেন। এই প্রকল্পে বর্তমান ৮.৪% সুদের হার (২০১৯ সালের জুলাই-সেপ্টেম্বর) এবংপড়তে থাকুন “সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুরক্ষিত কন্যার ভবিষ্যত”
- দেশের স্বাধীনতায় বিনামূল্যে ১ লক্ষ বোরোলিন বিতরণআট থেকে আশি , প্রত্যেক বাঙালির জীবন যাপনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে সবুজ টিউবের বোরোলিন। ” নিয়তির কাছে এটুকুই প্রার্থনা / সব ক্ষত যেন বোরোলীন দিয়ে সারে ” , লিখেছিলেন শ্রীজাত (srijato)। “বঙ্গ জীবনের অঙ্গ – বোরোলিন “মিশে আছে বাঙালির জীবন চর্যায় – অন্দরে বাহিরে । ত্বক যদি কেটে যায়, ফেটে যায়,খসখসে যদি হয় /পড়তে থাকুন “দেশের স্বাধীনতায় বিনামূল্যে ১ লক্ষ বোরোলিন বিতরণ”
- ‘বিদ্রোহী’ কবিতার প্যারোডি করে সজনীকান্ত দাস লিখলেন ‘ব্যাঙ’ কবিতাবিদ্রোহী কবিতাকে বিদ্রুপ করে রচিত হয়েছে অসংখ্য প্যারোডি। নজরুল জয়ন্তীতে কবিকে স্মরণ করে সাজিয়ে দেওয়া হল সেইসব প্যারোডি এবং বিদ্রোহী কবিতা। ⚔️বিদ্রোহী⚔️ কাজী নজরুল ইসলাম বল বীর –বল উন্নত মম শির!শির নেহারি আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রীর!বল বীর –বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি’ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া,খোদার আসন ‘আরশ’ ছেদিয়াউঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর!মমপড়তে থাকুন “‘বিদ্রোহী’ কবিতার প্যারোডি করে সজনীকান্ত দাস লিখলেন ‘ব্যাঙ’ কবিতা”
- প্রশ্নকর্তা শিক্ষককেই পরীক্ষার অংক কষতে দিলেন উপাচার্যছাত্রদের অংক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছেন অংকের শিক্ষক। তারপর তা দেখাতে নিয়ে এসেছেন উপাচার্যের কাছে । উপাচার্য সেই প্রশ্ন দেখে সেই প্রশ্নকর্তা শিক্ষককেই আড়াই ঘন্টার মধ্যে সমস্ত অংক কষে দিতে বললেন। আজ সেই প্রবাদপ্রতিম উপাচার্যের জন্মদিন। ঘটনাটিতে উপাচার্য হলেন ‘বাংলার বাঘ ‘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় (ashutosh mukhopadhyay) এবং প্রশ্নকর্তা অংক শিক্ষক হলেন অধ্যাপক গৌরীশংকর দেপড়তে থাকুন “প্রশ্নকর্তা শিক্ষককেই পরীক্ষার অংক কষতে দিলেন উপাচার্য”
- ভরসার অপর নাম ” YOUTH OF BENGAL”করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ যখন থাবা বসায় ভারতে ঠিক সেই সময় একদল তরুণ তরণী সৃষ্টি করল একটি ফেসবুক গ্রুপ “কোভিড মুক্ত হোক নবদ্বীপ” পরবর্তী কালে এই গ্রুপ একটি সরকারি স্বীকৃতী প্রাপ্ত সংস্থা ” YOUTH OF BENGAL” নামে পরিচিতি পায়। তাদের কাজের মাধ্যমে নবদ্বীপ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বেশ আলোড়ণ সৃষ্টি করেছে। সংগঠনটি সৃষ্টির প্রথম বর্ষপূর্তিতেপড়তে থাকুন “ভরসার অপর নাম ” YOUTH OF BENGAL””
