অগ্নিপথ প্রকল্পকে কেন্দ্র করে বিতর্কের আঁচ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে । ইতিমধ্যেই বিক্ষোভের বলি হয়েছে ২ জন। প্রচুর সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে । ইতিমধ্যেই বেশ কিছু নিয়ম পরিবর্তিত হয়েছে এই প্রকল্পে । যে প্রকল্পটিকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে , সেই প্রকল্পে কি রয়েছে দেখা যাক –

কেন্দ্রীয় মন্ত্রিসভা গত ১৪ ই জুন ভারতীয় যুবকদের সশস্ত্র বাহিনীতে যোগদান করার জন্য একটি নিয়োগ প্রকল্প অনুমোদন করে। এই প্রকল্পের নাম ‘অগ্নিপথ’ (Agnipath) এবং এই প্রকল্পের অধীনে নির্বাচিত যুবকরা অগ্নিবীর (Agniveer) নামে পরিচিত হবে।
অগ্নিপথ (Agnipath) প্রকল্পে ভারতীয় যুবকদের চার বছরের জন্য সশস্ত্র বাহিনীতে কাজ করার কথা বলা হয়েছে।
⭐ কি এই অগ্নিপথ :-
সরকারের মতে, অগ্নিপথ প্রকল্পটি সশস্ত্র বাহিনীতে নিযুক্ত হতে চাওয়া সক্ষম তরুণদের জন্য তৈরি করা হয়েছে। এই প্রকল্পের অধীনে ভারতীয় সশস্ত্র বাহিনীকে নিযুক্ত যুবকরা সমাজের তরুণ প্রতিভাকে আকৃষ্ট করতে পারবে।

এই প্রকল্পের উদ্দেশ্য সশস্ত্র বাহিনীতে তরুণদের যোগদান বাড়ানো এবং আন্তর্জাতিক বিষয়ের প্রতি লক্ষ্য রেখে প্রযুক্তি জ্ঞান এর মাধ্যমে সশস্ত্র বাহিনীর মধ্যে একটি বিবর্তনমূলক পরিবর্তন সাধন। এই পরিকল্পনাটি বাস্তবায়নের মাধ্যমে ভারতীয় সশস্ত্র বাহিনীর গড় বয়সের প্রায় ৪ – ৫ বছর কমে যাবে বলে ধারণা করা হয়েছে। বর্তমানে ভারতীয় সেনার গড় বয়স ৩০ বছর। কেন্দ্রে র দাবি এই নিয়োগের ফলে সেনার গড় বয়স কমে ২৫ – ২৬ হবে। সরকারের মতে, অনুশাসন , অধ্যবসায় এবং লক্ষ্যের প্রতি দৃঢ় যুবকদের মাধ্যমে জাতি উপকৃত হবে।
⭐ অগ্নিবীর কারা : –
অগ্নিপথ (Agnipath) প্রকল্পের অধীনে সশস্ত্র বাহিনীতে যোগদানকারী যুবকরা অগ্নিবীর (Agniveer) নামে পরিচিত হবেন ।
⭐ বেতন কাঠামো : –
👉 প্রথম বছরে ‘ অগ্নিবীর’(Agniveer) দের মাসে বেতন হবে মাসে ৩০ হাজার টাকা । তবে হাতে পাবেন ২১ হাজার টাকা ।
👉 দ্বিতীয় বছরে মাসিক বেতন হবে ৩৩ হাজার টাকা । হাতে পাবেন ২৩,১০০ টাকা ।
👉 তৃতীয় বছরে মাসিক বেতন বেড়ে হবে ৩৬,৫০০ টাকা । হাতে পাওয়া যাবে ২৫,৫৮০ টাকা।
👉 শেষ বছরে ওই বেতন গিয়ে দাঁড়াবে মাসিক ৪০ হাজার টাকায় । সে সময়ে জওয়ানেরা হাতে পাবেন ২৮ হাজার টাকা ।
⭐ চার বছর পর : –
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে , চার বছরের কাজের শেষে সেবা নিধি প্যাকেজের আওতায় মোট আয়করমুক্ত ১১.৭১ লক্ষ টাকা পাবেন ‘ অগ্নিবীর’রা । যদিও পেনশন বা গ্র্যাচুইটি তারা পাবেন না । নিয়মিত সেনাদের মতো স্বাস্থ্য বা ক্যান্টিন সুবিধাও পাবেন না । চাকরি জীবনে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হলে পরিবার প্রায় ১ কোটি টাকা ও কর্তব্যরত অবস্থায় একশো শতাংশ বিকলাঙ্গ হয়ে পড়লে তাঁরা সর্ব্বোচ্চ ৪৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন ।
‘অগ্নিবীর’(Agnipath) দের যাতে চার বছর পরে চাকরি পেতে অসুবিধা না হয় , তার জন্য সরকারি ভাবে হাতে – কলমে বিভিন্ন ধরনের ( ITI আইটিআই ) প্রশিক্ষণও দেওয়া হবে । চার বছর পর ওই সেনারা যাতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরি পান , তাও দেখার কথা বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (University Grant Commission) জানিয়েছে , ‘অগ্নিবীর’রা প্রশিক্ষণের ভিত্তিতে যে সব বিষয়ে দক্ষতা লাভ করবেন , সেই বিষয়গুলিকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ভাবছে ইউজিসি । যাতে ওই শংসাপত্র তাঁদের স্নাতক পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগে।
এছাড়াও আরো বলা হয়েছে চার বছর পর আনুমানিক ১১.৭১ লক্ষ টাকার যে’সেবা নিধি’ একজন অগ্নিবীর পাবেন , তাতে তিনি সেই টাকা ব্যবহার করে ভবিষ্যতে স্বনির্ভর হতে পারবেন।
⭐ একনজরে অগ্নিবীর : –
🇮🇳 ১৭.৫ – ২১ বছর (পরে ২০২২ সালের জন্য বয়সসীমা বাড়িয়ে ২৩ করা হয়েছে) পর্যন্ত বয়সি ৪৫ হাজার জনকে চার বছরের জন্য বাহিনীতে নিয়োগ করা হবে আগামী ৯০ দিনের মধ্যে । ২০২৩ সালের জুলাইয়ের মধ্যে প্রথম ব্যাচের প্রশিক্ষণ পর্ব সমাপ্ত হবে ।
🇮🇳 অনলাইনে কেন্দ্রীয় ব্যবস্থার মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে । বাহিনীর যে পদের জন্য যে যোগ্যতা প্রয়োজন , সেই যোগ্যতা প্রযোজ্য মেনেই নিয়োগ হবে।
🇮🇳 অগ্নিপথে মহিলাদেরও নিয়োগ করা হবে । অগ্নিবীররা সশস্ত্র বাহিনীর অঙ্গ হিসেবেই কাজ করবেন। প্রথম ছ’মাস প্রশিক্ষণ চলবে । মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন পাবেন । থাকবে অন্য ভাতাও ।
🇮🇳 চার বছর পরে ওই সেনাদের ২৫ শতাংশকে বাহিনীতে রাখা হবে । বাকি ৭৫ শতাংশ ‘অগ্নিবীর’-দের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। অফিসারের নীচের স্তরের ক্যাডারে যোগদান করে তাঁরা পুরো ১৫ বছর কাজ করবেন । বাকিরা বাহিনী ছেড়ে যাওয়ার সময়ে ১১-১২ লক্ষ টাকার এককালীন প্যাকেজ পাবেন। তবে কোনো পেনশনের ব্যবস্থা থাকবে না । তবে কাজ করার সময়ে কেউ মারা গেলে বা কারও অঙ্গহানি হলে ক্ষতিপূরণ দেওয়া হবে।
🇮🇳 চার বছরের পরিষেবা শেষে যে অগ্নিবীররা উদ্যোগপতি হতে চায়, তাদের একটি আর্থিক প্যাকেজ এবং ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে। পাশাপাশি যারা আরও পড়াশোনা করতে চায়, তাদের দ্বাদশ শ্রেণির সমমানের সার্টিফিকেট এবং ব্রিজ কোর্স করার সুযোগ দেওয়া হবে।
⭐ নিয়োগ প্রক্রিয়া : –
অগ্নিবীর প্রকল্পে সকল নিয়োগ ‘অল ইন্ডিয়া অল ক্লাস’ (all India all class )ভিত্তিতে হবে এবং বয়সসীমা হবে ১৭.৫ থেকে ২১ বছরের মধ্যে । তবে দেশজোড়া বিক্ষোভের প্রেক্ষিতে এবং কোভিডের এর কারণে গত দু’বছর কেন্দ্রীয় বাহিনীতে কোন নিয়োগ না হওয়ায় ২০২২ সালের জন্য বয়সসীমায় দুই বছরের ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র । অগ্নিবীরদের সশস্ত্র বাহিনীতে তালিকাভুক্তির জন্য নির্ধারিত সকল মেডিকেল যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
⭐ শিক্ষাগত যোগ্যতা : –
অগ্নিবীরদের শিক্ষাগত যোগ্যতা( educational qualification) বিভিন্ন বিভাগের জন্য বিভিন্নরকম। সর্বনিম্ম যোগ্যতা দশম বা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ। উদাহরণস্বরূপ: জেনারেল ডিউটি (general duty বা জিডি) সৈনিক পদে প্রবেশের জন্য শিক্ষাগত যোগ্যতা হল দশম শ্রেণি ।
⭐ সংরক্ষণ : –
প্রতিরক্ষা মন্ত্রক প্রথমে দেওয়া নিয়ম বদল করে জানিয়েছে , কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CRPF) এবং অসম রাইফেলসে (Assam Rifles )অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হবে । কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের নিয়োগের জন্য বয়সের নির্ধারিত ঊর্ধ্বসীমায় ৩ বছর ছাড় দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (home ministry of India)। এছাড়াও, অগ্নিবীরদের প্রথম ব্যাচের জন্য বয়সের নির্ধারিত ঊর্ধ্বসীমা ৫ বছরের জন্য শিথিল করা হয়েছে।
⭐ ভবিষ্যত পরিকল্পনা : –
কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রকে ‘অগ্নিবীর’দের (Agniveers) ১০ শতাংশ আসন সংরক্ষণ এর পাশাপাশি তাঁদের আরও ৬টি মন্ত্রকে নিয়োগ করা হবে। অসামরিক বিমান পরিবহন ক্ষেত্র, অসামরিক প্রতিরক্ষা ক্ষেত্র , উপকূলরক্ষী বাহিনী-সহ মোট ১৬টি প্রতিরক্ষা সংস্থাতেও তাঁদের নিয়োগ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রক বাদে অন্যত্র সংরক্ষণ হবে ১০ থেকে ২৫ শতাংশ।
চার বছরের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ‘অগ্নিবীর’দের (Agniveers) নিয়োগ করা হবে ১৬টি ডিফেন্স পাবলিক সেক্টরে।
এই তালিকায় রয়েছে – হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড (HAL), ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড (BEL) , ভারত আর্থ মুভারস লিমিটেড (BEML), ভারত ডায়নামিক্স লিমিটেড (BDL) , গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জেনিয়ার্স লিমিটেড (GRSE) , গোয়া শিপইয়ার্ড লিমিটেড (GSL), হিন্দুস্থান শিপইয়ার্ড লিমিটেড (HSL), মাজাগন ডক শিপবিল্ডার্স (MDL), মিশ্রা ধাতু নিগম লিমিটেড , আর্মউড ভেহিকেল নিগম লিমিটেড (AVNL) ,অ্যাডভান্স ওয়েপন অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড (AW&EIL), মিউনিশনস ইন্ডিয়া লিমিটেড (MIL), ইয়াত্রা ইন্ডিয়া লিমিটেড (YIL),গিল্ডার্স ইন্ডিয়া লিমিটেড (GIL), ইন্ডিয়া অপটেল লিমিটেড (IOL) এবং ট্রুপ কমফোর্ট লিমিটেড (TCL) এর মতো সংস্থা গুলি।
- বাস্তবের বাঘিনী অসমের মহিলা ফরেস্ট অফিসার কে এম অভর্ণাআসাম-মেঘালয় ক্যাডারের এই মহিলা ফরেস্ট অফিসার বন বিভাগের পৌরুষ জমিদারি ভেঙে বারবার মুখোমুখি হয়েছেন তীব্র বিপদের । তাকে নিয়েই তৈরি হয়েছে বলিউডি সিনেমা ‘শেরনি’। স্থান কাজিরাঙা জাতীয় উদ্যান ( Kaziranga National park )এর কোহরা রেঞ্জ । আড়িমোড়া ওয়াচ টাওয়ারের কাছে হঠাৎই জ্বলে উঠলো সার্চলাইটের তীব্র আলো। কারণ সেখানে তখন ওত পেতে রয়েছে তিন তিনটে রয়েলপড়তে থাকুন “বাস্তবের বাঘিনী অসমের মহিলা ফরেস্ট অফিসার কে এম অভর্ণা”
- নতুন মুদ্রা বাজারে আনছে ফেসবুক ‘Libra’ফেসবুকের নতুন মুদ্রা ‘ লিব্রা ’ ( Facebook Libra ) আমাজন (amazon ) গুগল (google) বা হোয়াটসআপ (whatsapp )এর আগেই পা রেখেছিল অনলাইন লেনদেনের বাজারে। এবার ফেসবুকের মতো সামাজিক মাধ্যমও আর্থিক ক্ষেত্রে কাজ শুরু করতে যাচ্ছে । ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে নতুন ডিজিটাল কারেন্সি( Digital currency) বাজারে আনার কথা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটিপড়তে থাকুন “নতুন মুদ্রা বাজারে আনছে ফেসবুক ‘Libra’”
- মিড ডে মিল প্রকল্পে লোক নিয়োগউপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও মনের মতো চাকরি জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে যুবক যুবতী দের । এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার মিড মিল( Mid Day Mill )প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর (Data entry operator )পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তবে এই নিয়োগ হবে জলপাইগুড়ি তে (Jalpaiguri)। এই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতা (Educational qualification) : যেপড়তে থাকুন “মিড ডে মিল প্রকল্পে লোক নিয়োগ”
- বুলেট ট্রেনে পৃথিবী থেকে চাঁদে পাড়ি!এক আশ্চর্য খবর সামনে এনেছে জাপান তারা নাকি পৃথিবী থেকে বুলেট ট্রেন চালাবে সোজা চাঁদ ও মঙ্গলের উদ্দেশ্য। আর এই ঘোষণায় চমকে উঠেছে বিশ্ব। বুলেট ট্রেনে করে চাঁদে ! হ্যাঁ ঠিকই পড়ছেন। এমনি পরিকল্পনা করেছে জাপান। আমেরিকা রাশিয়া কিংবা চীনের মত মহাকাশ গবেষণায় অগ্রণী দেশকে পিছনে ফেলে পৃথিবী থেকে বুলেট ট্রেনে চেঁপে সোজা চাঁদে যাওয়ারপড়তে থাকুন “বুলেট ট্রেনে পৃথিবী থেকে চাঁদে পাড়ি!”
- Huge recruitment at Kolkata AirportNew career jobs offer before you. We encourage you to start your next career opportunity in kolkata Airport KOLKATA AIRPORT JOB Desired Candidate Profile Customer Focus & Relationship building, Process Orientation, Analytical Skills, Execution Skills, Effective Team Building, Innovation, Planning & coordination skills, excellent communication skills. JOB DETAILS Airlines New Jobs Sarkari Job Crack SpiceJetপড়তে থাকুন “Huge recruitment at Kolkata Airport”
- ভিনগ্রহীর সন্ধান পেল বিশ্বের বৃহত্তম স্কাই আই টেলিস্কোপঅন্য গ্রহে প্রানের সন্ধানে অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। এবার ৩০০ কোটি আলোকবর্ষ দূর থেকে ভেসে আসা রেডিও সিগন্যাল ধরা পরল বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ স্কাই আই তে চিনের দক্ষিণ-পশ্চিমের গুইঝো প্রদেশে বসানো রয়েছে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ ৫০০ মিটার ব্যাসের স্কাই আই (Sky Eye)। ২০২০-র মাঝামাঝি থেকে বহির্জগতে প্রাণের সন্ধান করছে স্কাই আই । এবারপড়তে থাকুন “ভিনগ্রহীর সন্ধান পেল বিশ্বের বৃহত্তম স্কাই আই টেলিস্কোপ”
- অগ্নিপথ এ পরিবর্তিত হলো বহু নিয়মঅগ্নিপথ প্রকল্পকে কেন্দ্র করে বিতর্কের আঁচ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে । ইতিমধ্যেই বিক্ষোভের বলি হয়েছে ২ জন। প্রচুর সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে । ইতিমধ্যেই বেশ কিছু নিয়ম পরিবর্তিত হয়েছে এই প্রকল্পে । যে প্রকল্পটিকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে , সেই প্রকল্পে কি রয়েছে দেখা যাক – কেন্দ্রীয় মন্ত্রিসভা গত ১৪ ই জুন ভারতীয়পড়তে থাকুন “অগ্নিপথ এ পরিবর্তিত হলো বহু নিয়ম”
- বিশ্রামের পথে কোরিয়ান ব্যান্ড বিটিএস (BTS)দীর্ঘ ৯ বছর একসঙ্গে সাতজন কাজ করার পর এবার প্রত্যেকেই হাঁটতে চলেছেন একক সঙ্গীতের দিকে। ২০১০ সালে তৈরি হওয়ার পর দক্ষিণ কোরীয় পপ ব্যান্ড বিটিএস ( “ব্যাংটন বয়েজ” বা “বুলেটপ্রুফ বয় স্কাউটস” ) আন্তর্জাতিক সংগীত জগতে বিশেষ ছাপ ফেলেছে । এমটিভি , বিলবোর্ড … সর্বত্রই তাদের দাপট । ন’বছর ধরে একত্রে কাজ করছেন এই ব্যান্ডেরপড়তে থাকুন “বিশ্রামের পথে কোরিয়ান ব্যান্ড বিটিএস (BTS)”
- আমাজনের জঙ্গলে সুপ্রাচীন নগর সভ্যতার খোঁজপ্রকৃতির খেয়ালে গহন গভীর জঙ্গলের আড়ালে ঢাকা পড়ে ছিল সুপ্রাচীন নগর সভ্যতা । নতুন প্রযুক্তির ব্যবহারে তা আজ উন্মুক্ত হয়েছে। আমাজন (River Amazon )নদী উপত্যকার ঘন জঙ্গলের আড়ালে লুকিয়ে ছিল সুপ্রাচীন এক শহর। কিন্তু এত দিন পর্যন্ত তার খোঁজ পায়নি সভ্য দুনিয়া । বলিভিয়ার ল্যানোস ডি মোজোস সাভানা (Llanos de mojos savana) এই শহরগুলির খোঁজ পাওয়াপড়তে থাকুন “আমাজনের জঙ্গলে সুপ্রাচীন নগর সভ্যতার খোঁজ”
- আজ সকাল ১১.৩৫ এ ছায়াহীন কায়া , আজ নো শ্যাডো ডেআজ কলকাতায় জিরো শ্যাডো ডে। আপনি জেনে নিন আপনার এলাকার জিরো শ্যাডো ডে কোনটি ? এই মহাজাগতিক বিশ্বে অনেক কিছুই ঘটে । তার যেমন বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আবার কোনো কোনোটি রহস্য হিসেবেই থেকে যায়। তেমনি আজকের একটি ঘটনা । কেমন হবে বলুন দেখি আপনি থাকলেন কিন্তু থাকল না আপনার ছায়া ? অনেকটা সেই ছোটবেলায় পড়াপড়তে থাকুন “আজ সকাল ১১.৩৫ এ ছায়াহীন কায়া , আজ নো শ্যাডো ডে”
- বড়সড় রদবদলের ইঙ্গিত ভারতীয় শিক্ষা ক্ষেত্রে,তৈরি হবে পিএম শ্রী স্কুলকেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ন্যাশনাল এডুকেশন মিনিস্টার কনফারেন্সে জানিয়েছেন দেশজুড়ে তৈরি হবে পিএম শ্রী স্কুল। ভারতের শিক্ষা ক্ষেত্রে কি বড়োসড়ো পরিবর্তন ঘটেছে করতে চলেছে খুব শীঘ্রই নাহলে এমন একটি সম্ভাবনার কথা উস্কে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তিনি বললেন কেন্দ্রীয় সরকার নতুন জাতীয় শিক্ষানীতির রূপায়ণে পি এম শ্রী স্কুল (PM Sri School )পড়তে থাকুন “বড়সড় রদবদলের ইঙ্গিত ভারতীয় শিক্ষা ক্ষেত্রে,তৈরি হবে পিএম শ্রী স্কুল”
- প্রকাশিত আগামী বছরের মাধ্যমিকের পরীক্ষা সূচী২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা র পাশাপাশি আগামী বছর ২০২৩ সালের মাধ্যমিকের পরীক্ষা সূচী। 2023 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৪ মার্চ। পরীক্ষা সূচি 23 ফেব্রুয়ারি – প্রথম ভাষা 24 ফেব্রুয়ারি – দ্বিতীয় ভাষা 25 ফেব্রুয়ারি – ভূগোল 27 ফেব্রুয়ারি – ইতিহাস 28 ফেব্রুয়ারি – জীবন বিজ্ঞান 2পড়তে থাকুন “প্রকাশিত আগামী বছরের মাধ্যমিকের পরীক্ষা সূচী”
- WB Madhyamik 22 Result:মাধ্যমিকের ফলাফল জানতে ক্লিক করো এই ওয়েবসাইটে২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে আজ । ফলাফল জানার জন্য নিম্নলিখিত ওয়েবসাইটগুলিতে ক্লিক করো। বিদ্যালয় জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক (wb madhyamik 2022) প্রত্যেক ছাত্রছাত্রীই মাধ্যমিক পরীক্ষাই কিছুটা চিন্তিত থাকে। আর ফল প্রকাশের দিন তো সেই চিন্তায় অনেকগুণ বেড়ে যায় ভালো কিংবা মাঝারি সব ছাত্রছাত্রীদের মধ্যে। অবশেষে মাধ্যমিকের ফলাফল জানার অপেক্ষার অবসানপড়তে থাকুন “WB Madhyamik 22 Result:মাধ্যমিকের ফলাফল জানতে ক্লিক করো এই ওয়েবসাইটে”
- ব্ল্যাকহোলের গহবরে অত্যাশ্চর্য ঘটনাএকটি আশ্চর্য ঘটনা ঘটেছে আকাশগঙ্গা ছায়াপথ থেকে মাত্র এক আলোকবর্ষ দূরে একটি গ্যালাক্সিতে থাকা ব্ল্যাক হোলে। একটি ব্ল্যাক হোলকে ব্ল্যাক হোল বলা হয় এর রঙের কারণে, বিশেষ করে যেহেতু এখানে কোনো আলো থাকে না । যদিও আমরা যা দেখতে পাচ্ছি তা হল ব্ল্যাক হোলের প্রভাব। একটি ব্ল্যাক হোলের আশেপাশের এলাকা বিশ্লেষণ করে, আমরা পরিবেশের উপরপড়তে থাকুন “ব্ল্যাকহোলের গহবরে অত্যাশ্চর্য ঘটনা”
- রহস্যময় অতল সুড়ঙ্গের খোঁজ বাঁকুড়ায়, চাঞ্চল্য এলাকায়।ব্রিটিশ আমলে বিপ্লবীদের অথবা ডাকাতদলের আত্মগোপনের স্থান বলে দাবি স্থানীয় মানুষজন এর। নিজস্ব প্রতিবেদন : Bankura tunnel : একটি সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেল বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর পাড়ে অবস্থিত রাজারবাগান এলাকায় কয়েক দিনের বৃষ্টিতে গন্ধেশ্বরী নদী পাহাড় ধসে যাওয়ায় স্থানীয় মানুষই প্রথম সুড়ঙ্গ টি দেখতে পান। এই সুড়ঙ্গকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃষ্টির কারণে বাঁকুড়ারপড়তে থাকুন “রহস্যময় অতল সুড়ঙ্গের খোঁজ বাঁকুড়ায়, চাঞ্চল্য এলাকায়।”
- বৈদ্যুতিক গাড়ির হাত ধরে সম্ভবত খুলতে চলেছে উত্তরপাড়ার হিন্দ মোটর কারখানাফিরবে কি অ্যাম্বাসেডর ২.০ ? লক্ষ্যমাত্রা ২০২৪ সাল । হিন্দমোটর এর সঙ্গে গাঁটছড়া বাঁধছে একটি ফরাসি সংস্থা। নিজস্ব প্রতিবেদন : দ্বিতীয় এবং ভারতের প্রথম বৃহত্তম মোটর গাড়ি নির্মাতা হিন্দুস্তান মোটরস। তাদের হাত ধরেই হয়তো পুনরায় ফিরতে চলেছে অ্যাম্বাসেডর। উত্তরপাড়ার হিন্দ মোটরে অ্যাম্বাসেডর গাড়ি তৈরীর পুরনো কারখানাটি সম্ভবত চালু হতে চলেছে সি কে বিড়লা ( CKপড়তে থাকুন “বৈদ্যুতিক গাড়ির হাত ধরে সম্ভবত খুলতে চলেছে উত্তরপাড়ার হিন্দ মোটর কারখানা”
- ভেঙে পড়তে পারে বিদ্যুৎ পরিষেবা – আশঙ্কা প্রকাশ কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের৫ লক্ষ কোটি টাকা লোকসান বিদ্যুৎ শিল্পে। হাত গুটিয়ে নিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকও। ভর্তুকি দেওয়ার মত টাকা সরকারি কোষাগারে নেই, জানিয়েছে অর্থমন্ত্রক। দেশজুড়ে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি জ্বালানি এ পরিবহন খরচ বৃদ্ধির পাশাপাশি এবার চরম সঙ্কটে দেশের বিদ্যুৎ ব্যবস্থা । একদিকে কয়লার বিপুল ঘাটতি অথবা উৎপাদনের অভাবে দেশের নানা প্রান্তে ইতিমধ্যেই বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত । অন্যদিকে ৫ লক্ষপড়তে থাকুন “ভেঙে পড়তে পারে বিদ্যুৎ পরিষেবা – আশঙ্কা প্রকাশ কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের”
- সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুরক্ষিত কন্যার ভবিষ্যতসুকন্যা সমৃদ্ধি যোজনা ভারত সরকার দ্বারা প্রস্তাবিত এক প্রকল্প। কন্যা সন্তানের ভবিষ্যত শিক্ষা এবং বিবাহের খরচের জন্য একটি পুঁজি নির্মাণ করাই এই প্রকল্পের উদ্দেশ্য। সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু হয় ২২ জানুয়ারি ২০১৫ । ২০১৫ সালের ২২ জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের প্রচার-অভিযানের অংশ হিসাবে এই প্রকল্পের সূত্রপাত করেন। এই প্রকল্পে বর্তমান ৮.৪% সুদের হার (২০১৯ সালের জুলাই-সেপ্টেম্বর) এবংপড়তে থাকুন “সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুরক্ষিত কন্যার ভবিষ্যত”
- দেশের স্বাধীনতায় বিনামূল্যে ১ লক্ষ বোরোলিন বিতরণআট থেকে আশি , প্রত্যেক বাঙালির জীবন যাপনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে সবুজ টিউবের বোরোলিন। ” নিয়তির কাছে এটুকুই প্রার্থনা / সব ক্ষত যেন বোরোলীন দিয়ে সারে ” , লিখেছিলেন শ্রীজাত (srijato)। “বঙ্গ জীবনের অঙ্গ – বোরোলিন “মিশে আছে বাঙালির জীবন চর্যায় – অন্দরে বাহিরে । ত্বক যদি কেটে যায়, ফেটে যায়,খসখসে যদি হয় /পড়তে থাকুন “দেশের স্বাধীনতায় বিনামূল্যে ১ লক্ষ বোরোলিন বিতরণ”
- ‘বিদ্রোহী’ কবিতার প্যারোডি করে সজনীকান্ত দাস লিখলেন ‘ব্যাঙ’ কবিতাবিদ্রোহী কবিতাকে বিদ্রুপ করে রচিত হয়েছে অসংখ্য প্যারোডি। নজরুল জয়ন্তীতে কবিকে স্মরণ করে সাজিয়ে দেওয়া হল সেইসব প্যারোডি এবং বিদ্রোহী কবিতা। ⚔️বিদ্রোহী⚔️ কাজী নজরুল ইসলাম বল বীর –বল উন্নত মম শির!শির নেহারি আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রীর!বল বীর –বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি’ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া,খোদার আসন ‘আরশ’ ছেদিয়াউঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর!মমপড়তে থাকুন “‘বিদ্রোহী’ কবিতার প্যারোডি করে সজনীকান্ত দাস লিখলেন ‘ব্যাঙ’ কবিতা”
- প্রশ্নকর্তা শিক্ষককেই পরীক্ষার অংক কষতে দিলেন উপাচার্যছাত্রদের অংক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছেন অংকের শিক্ষক। তারপর তা দেখাতে নিয়ে এসেছেন উপাচার্যের কাছে । উপাচার্য সেই প্রশ্ন দেখে সেই প্রশ্নকর্তা শিক্ষককেই আড়াই ঘন্টার মধ্যে সমস্ত অংক কষে দিতে বললেন। আজ সেই প্রবাদপ্রতিম উপাচার্যের জন্মদিন। ঘটনাটিতে উপাচার্য হলেন ‘বাংলার বাঘ ‘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় (ashutosh mukhopadhyay) এবং প্রশ্নকর্তা অংক শিক্ষক হলেন অধ্যাপক গৌরীশংকর দেপড়তে থাকুন “প্রশ্নকর্তা শিক্ষককেই পরীক্ষার অংক কষতে দিলেন উপাচার্য”
- ভরসার অপর নাম ” YOUTH OF BENGAL”করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ যখন থাবা বসায় ভারতে ঠিক সেই সময় একদল তরুণ তরণী সৃষ্টি করল একটি ফেসবুক গ্রুপ “কোভিড মুক্ত হোক নবদ্বীপ” পরবর্তী কালে এই গ্রুপ একটি সরকারি স্বীকৃতী প্রাপ্ত সংস্থা ” YOUTH OF BENGAL” নামে পরিচিতি পায়। তাদের কাজের মাধ্যমে নবদ্বীপ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বেশ আলোড়ণ সৃষ্টি করেছে। সংগঠনটি সৃষ্টির প্রথম বর্ষপূর্তিতেপড়তে থাকুন “ভরসার অপর নাম ” YOUTH OF BENGAL””
- সার্ধদ্বিশতবর্ষেও সাগর পাড়ের আইকন তিনিইএদেশের প্রথম আধুনিক মানুষ তিনি, নবজাগরণের প্রাণপুরুষও তিনি । নারীদের সতীপ্রথার কবল থেকে তিনি মুক্ত করেছেন । আবার তিনিই সাগর পেরিয়ে ইংল্যান্ডে দাসপ্রথার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এই মানুষটি রাজারামমোহন রায়। এ বছর তার জন্মের আড়াইশো বছর পূর্ণ হল। ১৮৩৩ সালে ওয়াশিংটনে দাস প্রথা বিলোপের ইশতেহারে বলা হয় , আমরা একজনের নাম করতে চাই যিনি এপড়তে থাকুন “সার্ধদ্বিশতবর্ষেও সাগর পাড়ের আইকন তিনিই”
- Human computer শকুন্তলা দেবীর অন্য দিক : ‘The World of Homosexuality’#Human computer Shakuntala Devi : মানব কম্পিউটার শকুন্তলা দেবী যেমন নিমেষের মধ্যে বড় বড় অঙ্কের নির্ভুল সমাধান করেছেন , তেমনি ৪৫ বছর আগে ভারতে সমকামিতা নিয়ে প্রথম বই লিখে আলোড়নও ফেলে দিয়েছিলেন। মাত্র দু’বছর আগে তিনি পেলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে মরণোত্তর শংসাপত্র । ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শকুন্তলা দেবী। ৭৬৮৬৩৬৯৭৭৪৮৭০×২৪৫৬০৯৮৭৬৫৪৩২৫৬৭পড়তে থাকুন “Human computer শকুন্তলা দেবীর অন্য দিক : ‘The World of Homosexuality’”
- নিখাত সোনার মেয়ে জারিনযার দক্ষতা নিয়ে একসময় প্রশ্ন তুলেছিলেন আরেক ভারতীয় বিশ্বজয়ী মহিলা বক্সার মেরি কম, এমনকি কোন ট্রায়াল ছাড়াই ২০১৯ সালে বিশ্ব বক্সিংয়ে যখন মেরিকম কে বেছে নেওয়া হয়েছিল তখন প্রশ্ন তুলেছিলেন নিখাত জারিন। নিজস্ব প্রতিবেদন : কে জারিন? স্বয়ং মেরিকম একসময় প্রশ্ন তুলেছিলেন। এবার সেই নিখাত জারিন ই ইস্তানবুলে অনুষ্ঠিত পঞ্চম মহিলা বিশ্ব বক্সিং চাম্পিয়নশিপে পঞ্চমপড়তে থাকুন “নিখাত সোনার মেয়ে জারিন”
- মুম্বাইয়ের ফুল বিক্রেতা থেকে গবেষণার কাজে মার্কিন মুলুক পাড়ি সরিতারমুম্বাইয়ে বাবার দোকানে ফুল,মালা বিক্রি করতেন । এবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে যাচ্ছেন জে.এন.ইউ ছাত্রী সরিতা মালি। “নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার” – কবি কবেই বলেছিলেন একথা। একথার বাস্তবায়ন করে দেখালেন এক ভারতীয় কন্যা। কঠোর দারিদ্র্যকে সঙ্গী করে যার বেড়ে ওঠা সেই মুম্বাই নিবাসী ফুল বিক্রেতা মেয়ের নাম সারিতা মালি। সেইপড়তে থাকুন “মুম্বাইয়ের ফুল বিক্রেতা থেকে গবেষণার কাজে মার্কিন মুলুক পাড়ি সরিতার”
- জাদুঘরের জাদু ইতিহাসে নজরআজ ১৮ মে, বিশ্ব সংগ্রহশালা দিবস। আজকের দিনে একটু ঘুরে দেখা যাক এশিয়া ও ভারতের প্রথম বৃহত্তম সংগ্রহশালা কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘরে। কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘর আধুনিক ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর ।এছাড়াও গোটা এশিয়া – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেরই প্রথম জাদুঘর এটি। জাদুঘর যেমন ইতিহাস সংরক্ষণ করে রাখে , তেমনই জাদুঘরেরও তো একটা ইতিহাস থাকেপড়তে থাকুন “জাদুঘরের জাদু ইতিহাসে নজর”
- সাঁওতালি কন্যার দাদা সাহেব ফালকেবয়স মাত্র ২২। পরিচয় অভিনেত্রী এবং গায়িকা। সাঁওতালি এই শিল্পীকে ঘিরেই বর্তমানে নানা কৌতূহল নেটপাড়ার বাসিন্দাদের। তিনি ডগর টুডু। রায়গঞ্জের দক্ষিণ সোহারই গ্রামের পরিবেশ ও জাতীয় সড়কের পাশে থাকা একটি অনাথ আশ্রমের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছিল সাঁওতালি চলচ্চিত্র ‘আশা’। সেই চলচ্চিত্রে অভিনয় করেছেন ডগর। যে অভিনয় নজর কাড়ে গুণীজনের। দ্বাদশ দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২-এপড়তে থাকুন “সাঁওতালি কন্যার দাদা সাহেব ফালকে”
- Childhood education of nobel laureateThis year, 161 years birth anniversary of first Nobel laureate in South East Asia Rabindranath Tagore . Let us know about today’s episode of Robi even early childhood education and became a teacher. Ten-year-old teacher who was a student of Ravi? Rabindranath Tagore is quite interesting introduction to go to school. One day, his grandfatherপড়তে থাকুন “Childhood education of nobel laureate”
- In the way of Satyajit Ray“Talent is rare in all countries” . This year marks the 100th anniversary of his birth, whose place in the world film world is forever beyond the borders of the country. He is great Bengalee flim maker and writer SATYAJIT RAY. The creator dies, the creation does not die. Through His creation the Creator livesপড়তে থাকুন “In the way of Satyajit Ray”
- বঙ্গদেশের রঙ্গমঞ্চতারপর হঠাৎ শুনলাম , ছবি কথা কইছে । টকিতে গেলুম। কিন্তু মানুষ কয় বলে তো মনে হলো না, এই যেমন আমরা কথা কই। ভারতের প্রথম সিনেমা প্রদর্শিত হয় লুমিমের ব্রাদার্স এর দ্বারা ফ্রান্সে প্রথম সিনেমা প্রদর্শনের মাত্র ছয় মাস পরে ১৮৯৬ সালের ডিসেম্বর মাসে। সেই সময়ই কলকাতাতেও চলে গেল সিনেমা । প্রথমদিকে বিদেশি কোম্পানির হাতপড়তে থাকুন “বঙ্গদেশের রঙ্গমঞ্চ”
- সাগরেই দুর্বল হবে অশনি, ভারী বর্ষণের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেঅশনির অশনি সংকেত থেকে রেহাই পেতে চলছে বঙ্গ। সাগরের শক্তিক্ষয় হবে ঝড়ের। ঘূর্ণিঝড়ের ‘ অশনি সঙ্কেতে প্রমাদ গুনছিল বাংলা । সেই বিপদের আশঙ্কা আর নেই । বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনি শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে । ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে , অন্ধ্রপ্রদেশ বা ওড়িশা কোনো রাজ্যের ওপর দিয়েই ঘূর্ণিঝড় অশনি স্থলভাগে প্রবেশ করবে নাপড়তে থাকুন “সাগরেই দুর্বল হবে অশনি, ভারী বর্ষণের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে”
- স্কুলে যাওয়ার বায়না করে শিক্ষকের চপেটাঘাতআজ ২৫ শে বৈশাখ। কবিগুরু এবছর পা দিলেন ১৬১ বছরে। আজকের পর্বে জেনে নেওয়া যাক রবির ছোটবেলার লেখাপড়া সম্পর্কে এমনকি ছোটবেলাতেই শিক্ষকও হয়ে উঠেছিল। দশ বছর বয়সী শিক্ষক রবির ছাত্র ছিল কারা? রবীন্দ্রনাথ ঠাকুরের স্কুলে যাওয়ার সূচনাপর্ব বেশ মজার । একদিন তার দাদা এবং তার বড়ভাগ্নে সত্য স্কুলে যাওয়ার সময় তিনি তাদের সঙ্গে স্কুলে যাবেনপড়তে থাকুন “স্কুলে যাওয়ার বায়না করে শিক্ষকের চপেটাঘাত”
- কেন পালিত হয় মাতৃ দিবস?মাতৃ দিবসের উৎপত্তি কোথায় ? কবে থেকে এইমাত্র দিবসের সূচনা? ৮ মে ছাড়াও মাতৃ দিবস পালিত হয় কোন কোন দেশে? আজ আন্তর্জাতিক মাতৃ দিবস । সম্পূর্ণ মায়েদের জন্য নির্ধারিত এই দিনটি বিশ্বের অধিকাংশ দেশে পালিত হয় ৮ মে। ‘মা’ শব্দটির সঙ্গে জুড়ে রয়েছে অনেকখানি দায়িত্ব-কর্তব্য স্নেহ মমতা ভালবাসা। প্রাচীন ভারতীয় ঋষি মনু মাতৃ শব্দের ব্যাখ্যাপড়তে থাকুন “কেন পালিত হয় মাতৃ দিবস?”
- বাঙালির ব্যবসাইংরেজ আমলে ইউরোপীয়দের হাত ধরে কলকাতা কেন্দ্রিক যে বিপুল ব্যবসা ক্ষেত্র তৈরি হয়েছিল তাতে বাঙালির অংশগ্রহণ ছিল নগণ্য ।তবে আজ ভারতীয় শেয়ার বাজারের বেশ খানিকটা অংশ বাঙালি শেয়ারহোল্ডারদের হাতে। বাঙালি সম্পর্কে একটা কথা অত্যন্ত প্রচলিত যে বাঙালি ঝুঁকি নিতে ভয় পায়। অন্যান্য ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য না হলেও ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে কথাটির যথেষ্ট যৌক্তিকতাপড়তে থাকুন “বাঙালির ব্যবসা”
- মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া আবিষ্কার তুরস্কেগোবেকলি তেপের আবিষ্কার মানব সভ্যতার সূচনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে । এখানে আবিষ্কৃত হয়েছে বিশ্বের সর্বপ্রাচীন মন্দির। গোবেকলি তেপে (Göbekli Tepe ) তুর্কি ভাষায় যার অর্থ ‘লম্বা পাহাড়’ । গোবেকলি তেপে বর্তমানে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। তুরস্কের দক্ষিণ-পূর্ব দিকে আনাতোলিয়া মালভূমি অঞ্চলে শানলিউরফা প্রদেশের রাজধানী উরফা (Urfa) থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তর পূর্বেপড়তে থাকুন “মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া আবিষ্কার তুরস্কে”
- কলকাতায় পেন মহোৎসবব্যাবিলনের ঝুলন্ত উদ্যান দাম সাড়ে তিন লক্ষ টাকা , পার্কার এর দাম এক লক্ষ কুড়ি হাজার টাকা। উৎসব তো কত রকমেরই হয়। হরেক কিসিমের উৎসব পালিত হয় বাংলা জুড়ে। আর বাংলার রাজধানী কলকাতা তো উৎসব নগরী। এখানে বারোমাসই কোনো না কোনো উৎসব হয়েই থাকে । তেমনি এবার কলকাতায় পালিত হল ফাউন্টেন পেনের মহোৎসব। একসময় কলমেরপড়তে থাকুন “কলকাতায় পেন মহোৎসব”
- বঙ্গাব্দের সূচনা কার হাতে ?আজ নতুন বাংলা বর্ষ ১৪২৯ এর শুভ সূচনা। এই সূচনা লগ্নে আলোকপাত করা যাক বঙ্গাব্দের উৎপত্তির উপর। বঙ্গাব্দের সূচনা সম্পর্কে দুটি মত প্রচলিত আছে প্রথম মত অনুযায়ী বঙ্গাব্দের সূচনা হয় গৌড়ের শাসক শশাঙ্ক র হাত ধরে আর দ্বিতীয় মত অনুযায়ী বঙ্গাব্দের সূচনা করেন মোগল সম্রাট আকবর আবার কিছু ঐতিহাসিক এর মতে, বাংলা বর্ষপঞ্জি এসেছে ৭মপড়তে থাকুন “বঙ্গাব্দের সূচনা কার হাতে ?”
