মিড ডে মিল প্রকল্পে লোক নিয়োগ

উপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও মনের মতো চাকরি জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে যুবক যুবতী দের । এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার মিড মিল( Mid Day Mill )প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর (Data entry operator )পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তবে এই নিয়োগ হবে জলপাইগুড়ি তে (Jalpaiguri)। এই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational qualification) :

যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate), সঙ্গে কম্পিউটারে ১ বছরের ডিপ্লোমা কোর্স থাকা বাধ্যতামূলক।

বয়স ( age limit ):

আবেদনকারীদের বয়স ১ জানুয়ারি ২০২২ এর মধ্যে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে।

বেতন- 

১১ হাজার / মাস

আবেদন পদ্ধতি:

কেবলমাত্র অফলাইনে আবেদন করা যাবে। আবেদনপত্র পূরণ করে যাবতীয় নথিপত্র দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

The Block Development Officer, Kranti Development Block, Uttar Saripakuri, Jalpaiguri- 735318

বিস্তারিত জানতে নিচের ডাউনলোড বাটন ক্লিক করুন।

এখানে আপনার মন্তব্য রেখে যান