P. R Sreejesh win world Games athlete of the year award.

PR Srejjesh ভারতের একজন professional hockey player. যিনি ভারতীয় হকি দলের নিয়মিত গোলরক্ষক এবং ভারতের পূর্ব ক্যাপ্টেন ছিলেন, তিনি HOCKEY INDIA🇮🇳 LEAGUE-এ UP WIZARD হয়ে প্রতিনিধিত্ব করেন। 2021 সালে তিনি “INDIAN NATIONAL HOCKEY PLAYER OF THE YEAR” বিজেতা। “WORLD GAMES ATHLETE” 2021 পুরষ্কার পান
PR SREEJESH 8th may 1988 কেরালা তে জন্মগ্রহণ করেন। এনার ছোটোবেলার জীবন কাহিনী অনেকটা MS DHONI-র জীবনের গল্পের সাথে মিলে যায়। ছোট থেকে ইচ্ছা ছিল একজন sprinter হওয়ার। কিন্তু স্কুল শিক্ষকের ইচ্ছায় তাকে গোলপোস্টের নীচে দাড়াতে হয়।
Pr sreejesh ভারতের junior National team -এর হয়ে AUSTRALIA-র বিরুদ্ধে debut করেন 2004 সালে। এবং সিনিয়র টীমের সাথে খেলার জন্য ডাক আসে 2006 সালে।
PR sreejesh ভারতের হয়ে

2012 summer Olympic (London).
2014 world Cup
2014 , 2018 Asian games
2014,2016,2018 Asia cup -এ প্রতিনিধিত্ব করেন
2014,2018 Asian Games-এ তিনি সেরা গোলকিপার এর পুরষ্কার পান। এবং 2016 সালে তার CAPTAINCY তে ভারত ASIA CUP এ SILVER মেডেল পায়।
PR Sreejesh 2017 সালে পদ্মশ্রী এবং 2021 সালে খেল রত্ন ভূষণে ভূষিত হন।

গোলপোস্টের নিচে তার এই অসামান্য কৃতিত্বের জন্য তাকে “THE WALL” বলা হয়।
