বিশ্বের সর্বোচ্চ রেডিও স্টেশন এখন ভারতে

লাদাখ এর কার্গিলের হোমবোটিঙলায় স্থাপিত হল বিশ্বের সর্বোচ্চ প্রসার ভারতী রেডিও ও টিভি ষ্টেশন।

এটির উচ্চতা ১৩ হাজার ৫০০ ফুট। বিশ্বে আর কোথাও এত উচ্চতায় রেডিও স্টেশন নেই।

উল্লেখ্য, প্রসার ভারতী ভারতের সরকারি বেতার ও টিভি সম্প্রচার সংস্থা।

চিত্র সৌজন্যে : প্রসার ভারতী

এখানে আপনার মন্তব্য রেখে যান